আমার বাড়ী চলছে বিয়ে আসছে মানুষ কত,
তারও আশার কথা ছিল সকলের মত।
অচিন সাগরে সাঁতার কাটবো কেমন করে,
জলে নামার আগেই প্রাণ কাপে থর থরে।


সম্পর্কের বেড়াজালে যদি আমায় বাধে,
এই ভেবে কেনো জানি মনটা আমার কাঁদে।
হয়নি দেখা তার সাথে আর দাঁড়িয়েছি মনগড়া,
পরিচয় কি বলতে বললো লাল জামা পড়া।


দেখার তাকে ইচ্ছে কত হচ্ছে গভীর রাত্রি,
অবশেষে তাকেই দেখলাম প্রথম বর-যাত্রী।
চোখ ধাঁধানো রূপ দেখে তার মন যে কেমন হলো,
বললো আমায় দাঁড়িয়ে কেনো এবার বাড়ি চলো।