নীল আকাশের পাখি হয়ে গিয়েছিলাম উড়ে,
দেশটা আমার কত সুন্দর দেখেছিলাম ঘুরে।
নদ নদী খাল বিল হাওর পাহাড় সমতল,
উচু নিচু ভুমি কত আরো বনাঞ্চল।
বারো মাসে ষড় ঋতু আগমনি বাতাস,
প্রকৃতির লীলা খেলার বিচিত্র প্রকাশ।


গ্রীষ্মের প্রকম ছোঁয়ায় যেমন হয় ক্ষতি,
আবার ফল ফুল জীবনে আনে সুখানুভূতি।
বর্ষা সবুজে রাঙ্গায় দেশ আকাশে চড়ায় সাদা মেঘ,
কবির মনে জাগে কবিতা জাগে গানের আবেগ।
শরৎ এলে ফসলের ক্ষেতে শ্যামলীমা দেয় হাতছানি,
অপরূপ শোভায় লোভনীয় হয় রাতের শ্যামল চাঁদনী।


হেমন্তে মাঠে মাঠে সোনালী ধান,
নবান্নের আনন্দে মাতে কৃষকের প্রাণ।
ভোরের শিশির শৈত প্রবাহে শীতের আগমন প্রকাশ পায়,
গাছের পাতা ঝরে পরে নদী নালা খাল শুকিয়ে যায়।


ঋতুরাজ বসন্ত এলে আমাদের মাঝে,
প্রকৃতি যেমন সাজে আরো অপরূপ সাজে।
আবহাওয়া জলবায়ু এ দেশের প্রকৃতির সঙ্গি,
কত বিচিত্র বেশ ভুষা করে কত বিচিত্র ভঙ্গি।
ঋতু বৈচিত্র ছড়ায় সৌন্দর্য্য দুর হয় মনের ক্লান্তি,
সকল দিকে পূর্ণ আমার বাংলার প্রকৃতি।