মনটা আজ আত্মভোলা উদাস দুপুর
বেলা,
খেলা দুলায় কাটিয়ে দিলাম আমি
সকাল বেলা।
মধ্যানেতে ঘণ্টা কাটে চিন্তায় আর
চিন্তায়,
জীবন সুর্য নিয়ম মেনেই ডুববে যে
সন্ধ্যায়।
তবুও আশা ভালোবাসা মনে রেখেছি
গেথে,
আয় কে আবি স্থান পাবি বুক রেখেছি
পেতে।
আমার কি আর তোমার কি মিথ্যে
মায়ার সংসার,
পরের ধনে গৌরব করি বলি আমার
আমার।
খেয়াল নেই খেয়াল নেই কর্মে
অবহেলা,
মায়া নাগিনীর বিষে জ্বলে থাকি
আত্মভোলা।