ছবিটা বার বার মিলিয়ে যায় এক গভীর স্বপ্ন আবর্তে।
যেখানে শুধুই মহাজাগতিক অন্ধকার, আর এক নিদারুণ আসা যাওয়ার অভীক্ষা।
চকিতে আলোর প্রবেশ ফিরিয়ে আনে সেই আদিম মানুষের রক্তহীন সাদাটে ক্ষয়িষ্ণু শরীরটাকে।


নরম মাটির ঐশ্বর্যে পরিপূর্ণ এই জীবন -
কেড়ে নেয় পৃথিবীর সব সাজ। হয়তো নীলচে সময়ের অন্তঃপুরে বাঁধা থাকে এই সাদা কালো মানুষের মিথ্যে ছায়াবাজি।
তবু এই মহাকাশ ব্যাপিত অন্ধকার কে সম্বল করে মানুষ আজন্ম কাল বেচেঁ আছে নিঃশব্দে।


তাই অস্তিত্বের আহ্বানে ফিকে হয়ে আসে সভ্যতা।
শালীনতা একটা অভ্যাস -
রাজার অহেতুক আস্ফালনে।
যেখানে রাতের গহীনতায় ফিরে ফিরে আসে তোমার আমার রাজনৈতিক উপাখ্যান।
তারও পরে যেথায় মানুষ পরিণত জল্লাদ।
সেখান থেকেই শেষবারের মতন উঠে আসছে পৃথিবীর অবসাদগ্রস্ত স্বপ্নময়তা।