চল মন খুঁজে দেখি বরষার জলে;
যেখানে এসেছি ফেলে মায়ের বারণ।
চুপিসারে কিশোরের ছোটা অকারণ,-
যেখানে দুপুর রোদে শত রবি জ্বলে।
যেখানে আকাশ-মাটি একসাথে মেলে;
ছিলনা সেখানে কোন পা’য়ের বাঁধন,
প্রহেলিকা জালে কোন ধাঁধাঁর জীবন,
খুঁজি আজ আনমনে ধুসর বিকেলে।


প্রভাতটা দেয় দোলা শেষের ছায়ায়,
মন বলে ফিরে যায়, খুলে দাও খাঁচা,
ফিরে যায় ঘর-ভোলা কিশোর বেলায়।
শেষ করে রোজকার যত কেনা-বেচা,-
যে দিনটা মুছে গেল হিসেব খাতায়;
রেখে গেল আফসোস, (হলোনা তো বাঁচা!)


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)