বাঁচা
-----------------------
নামটি তোমার লিখে দিলেম নীল আকাশে---
আমার চাঁদের সাথে।
একাকী রাতে দেখব তোমায় ----
মন হারানো রাতে।।
এখন আমার দুটি চাঁদ, অনেক অনেক আলো।
তোমার আলোয় কাটবে আমার অমাবস্যার কালো।।
ঝরে পড়া মরা পাতা, হারায় ঝড়ের হাওয়ায়।
ভূলিয়ে দেব কষ্টগুলো, ভালোবাসার ছোয়ায়।।
ঝরা পাতা ভিজবে জলে, মিশবে মাটির সাথে।
অশ্রুজলে ভিজিয়ে দেব, ভালোবাসার রাতে।।
অনেক তোমার কাজের বাঁধন, তবুও চলে এসো।
চুপি চুপি না হয় আমায় একটু ভালোবেসো।।
বিলিয়ে দিয়ে সবকিছু আজ,  বিনিময়ে -- পেলে কি?
ডালি ভরে নিল সবাই, দেবার বেলায় -- শুধুই ফাঁকি?
আঁচল ভরে ঝিনুক কুড়ালে, মুক্তো পাবে বলে।
সব ঝিনুকেই বালি পেলে, সময় গেল চলে।।
মনের খাতায় আঁকিবুকি, হিসেব মেলা ভার।
সব জানলা দাওনা খুলে, বন্ধ করো না দ্বার।।
স্বপ্ন আর ইচ্ছেগুলো -- পূরণ হবে আজ।
নূতন সুরে বাজুক বীণা -- ঢেড় হয়েছে কাজ।।
মনের কোঠায় শিকল তুলে--রাখবে কতদিন?
নূতন সুরে মিটিয়ে ফেল, ভালোবাসার ঋণ।।
নূতন আশায় বুক বাঁধি আজ, নূতন করে গড়ি।
নূতন করে স্বপ্নগুলো, আবার জাপটে ধরি।।


পার্থ গোপাল চক্রবর্ত্রী