ইচ্ছে আমার
-----------------
ছোট্ট আমার ইচ্ছেগুলো,  সত্যি কেন হয় না?
খাঁচার বদ্রী আমার ভাষায় কথা কেন কয় না?
সারা সকাল ছুটোছুটি প্রজাপতির পিছে।
টুক করে সব রোদটুকু পড়বে পায়ের কাছে।।
পড়ার কথা কইবে না কেউ, থাকবে শুধু খেলা।
আমি এখন ফেলুদা, তপসে আমার চেলা।।
ছোট্টদুটি ডানা পেলে, পাখির মত উড়ি।
মাঝ আকাশে আমি তখন লাটাই ছাড়া ঘুড়ি।।
মেঘের সাথে ভেসে বেড়াই, দূরে বহুদূরে।
আমি আর খোকা নয়, একটা ভবঘুরে।।
বৃষ্টি হলেই- ভিজতে ইচ্ছে করে।
ভয়টা শুধু, এই সুযোগে যদি দুষ্টু সর্দ্দি ধরে।।
কাগজের নৌকা বানাই, ছাড়ি তখন জলে।
একটু চলে থমকে পড়ে, ভিজে পাতার দলে।।
সন্ধ্যাবেলায় দাদুর কোলে, শুধু গল্প শোনা।
রাএি হলেই ঘুমের ঘোরে পরীর আনাগোনা।।
লালপরী, সাদাপরী- নাম কি অত জানি?
নীলপরীটা হয়ত বুঝি, ওদের মহারানী।।
যা চাই তা এক লহমায় হাতের কাছে আনে।
হঠাৎ কেন?অ্যালার্মের আওয়াজ এল কানে?


পার্থ গোপাল চক্রবর্তী