তুমি বৃষ্টি
--------------


দূর পাহাড়ের মাথার উপর,
তোমার আনাগোনা।
এ বন এ পথ আমার
অনেক দিনের চেনা।।


আজও তুমি খেলতে আসো
এ পথই ধরে।
তখন তুমি চলতে পাশে,
আমার হাতটি ধরে।।


তোমার ছায়ায় শীতল হতেম,
শীতল হতো মন।
আকাশ বাতাস শীতল হত,
শীতল হত বন।


টুপটুপ আওয়াজ তুলে
খেলতে পাতার মাঝে।
বন্ধু  হয়ে পড়তে ধরা,
দূর পাহাড়ের খাঁজে।


শুকিয়ে যাওয়া গাছেরা ,
আবার পেত প্রান।
আদর করে পাহাড়টাকে
করিয়ে দিতে স্নান।।


রুখ্খ ভূমি শূষে নিতো
তোমার বারিকনা।
আজও তুমি সুন্দরী --
তুমি অনন্যা।।


        পার্থ গোপাল চক্রবর্তী
         --------------------------