অনন্ত নক্ষত্রবীথি থেকে তুলে আনব একফালি চাঁদ,
যদি তোমার কখনো  উদাস-অবসাদ আসে!
অসীম জলরাশি বিদীর্ণ করে সমুদ্রতল থেকে কুড়িয়ে আনব মুক্তো-ঝিনুক,
যদি তুমি মুক্তোর অনন্য মালা বানাতে চাও।
গোপন অশ্রু জমিয়ে জমিয়ে পুষ্করিণী বানাব,
বিশুদ্ধ নোনাজলে তোমায় স্নান করাব বলে।
পুরনো দুঃখ ভুলিয়ে দেব তোমার, নতুন প্রজন্মের আগমনে।
পৃথিবীর পাশ ঘেঁশে ছুটে যাওয়া গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে ফেলে,
জোড়া দিয়ে দিয়ে বানাব স্বর্গের সিঁড়ি,
যদি জীবদ্দশায় তোমার স্বর্গ দর্শনের সাধ জাগে।
বিচ্ছিন্ন দ্বীপ কিনে নিয়ে সেথায় রাষ্ট্র ঘোষণা করব,
যদি তুমি প্রধানমন্ত্রী হতে চাও।
নিজেকে তোমার স্বপ্নের পৃথিবী বানাব, অভূতপূর্ব সব মোহনীয় কৌশলে।
স্বপ্ন নিয়ন্ত্রণের রিমোট বানিয়ে দেব,
যাতে দুঃস্বপ্নরা আর হানা নাহি দিতে পারে।
খুঁজে,খুঁজে সাধ্যের শত ভিখেরী ভোজন দেব,
যেন চিরকাল তোমার মঙ্গল কামনা করে।
শত শত শান্তির পায়রা উড়িয়ে দেব,
যখন ভালবাসা দিয়ে অশান্ত এ বুক জুড়াবে।
দু' দণ্ড শান্তি প্রদানে কাব্যের বনলতা পরাস্ত হবে,
শান্তির প্রতীকরূপে হে জননী -
তোমারই নাম এনে দিতে চাই সকলের মুখে মুখে।


0১/০২/২০১৫
11:29  pm
d.m