তোকে খানিক ছৌয়ার নেশায় বুঁদ আমি,
যে অন্তরে পেতেছিলাম সুখ-সংসার,
বুঝিনি সে অন্তরে ছিল হাজারের বাস।।
যার বুকে ঘুমোতাম হায়,হাতখানি চুমি,
যার মুখে গল্প শুনতাম শুধু মৌনতার,
ছলে তুমি করেছ আমার অন্তিম সর্বনাশ।।