কতদূর, কতদূর পথ পেরিয়ে তুমি হয়েছো মাটি
কত ব্যথা, কত ব্যথা সয়ে মন তোমার হয়েছে খাঁটি!
তবুও কেন তুমি অপূর্ণ আজও
বিরহ বীণার তারে আজও কেন বাজো?
যে নদীর কূল নেই কলঙ্কিনী সে
পথ ভুলে সাগরে হারায় নিমেষে,
তুমি তো সেই নদী নও সাগরে হারাবার
বাঁধভাঙা যৌবন বসে বুকেতে তোমার।
তবু বলি...
আর কতো অপেক্ষার প্রহরে বিঁধবে হিয়ে
এবার তো অবগুণ্ঠন খোলো প্রিয়ে,
দাঁড়িয়ে তোমার দ্বারে,
সন্ধ্যে নামবে বলে
আকাশ তারার পিদিম জ্বেলেছে ঘরে।