মার্কিন কুলাঙ্গার সৈন্যদের বোমায় সিরিয়ার নিরপরাধ নিহত মানুষদের স্বরণে-


এ কেমন ধর্ম, কেমনই বা এই পশ্ব-মানবগুলি
যারা এতই ধর্মান্ধ, কথায় কথায় ছড়ায় মিথ্যেবুলি?
নির্বিকারে পশুর মতন করছে কারা, এ খুনের কেলি,
শোধ-প্রতিশোধে উড়ায় যারা জীবশ্রেষ্ঠ, মানব খুলি,
তারা কি আদৌ ধর্ম মানে, যার আদর্শে আমরা চলি?
কোন ধর্মের বাণীতে আছে হিংসায় মেলে স্বর্গবাস
মানবিকতার বোধ হারিয়ে কেনই বা করছে সর্বনাশ?
আর কত নিষ্পাপের রক্তে খেলবে এরা হোলি
আর কত কান্নায় থামবে বল পাষন্ডের ছোড়া গুলি?
ধর্মকে যারা ভালবাসে, বিশ্বাস করে সৃষ্টিকর্তায়,
সৃষ্টি নাশের অধিকার, তাদের উপর কি বর্তায়?
সৃষ্টিকর্তার অসীম ক্ষমতায় হয়ত তাদের আস্থা নায়
নাহলে কি মানুষ মেরে স্বর্গ লোভিতে চায়?
বিশ্বব্রহ্মান্ডের যা কিছু, নিমেষেই করতে পারেন লন্ডভন্ড
তাই যদি মানে সবে, তবে কেন খড়গহস্তে করে লঙ্কাকান্ড?
তবে কি সৃষ্টিকর্তা এতই তুচ্ছ, এতই তুচ্ছ তাঁর বাহাদুরী
নাকি আমরা পশ্ব-মানবরা ধর্ম নিয়ে করছি বাড়াবাড়ি?
হিন্দু-মুসলিম-বোদ্ধ-খ্রিস্টান সবই তো তাঁর সৃষ্টি
তবে ভাই হয়ে ভাইয়ের পানে কেন দেয় রাঙা দৃষ্টি?
ধর্মই যদি আমায় এসব শেখায়, তবে মিথ্যে সে ধর্ম
শেষবেলাতে হিসেবের খাতায় থাকবে শুধু নিজ কর্ম।
সৃষ্টার সৃষ্টিকে যদি ভালবাসতে পার, মন-প্রাণ দিয়ে,
তবেই সৃষ্টা নিজের কোলেতে, তোমায় স্বর্গে যাবে নিয়ে।