একটুখানি মেঘ ছুঁতে চেয়েছিলাম বলে অঝোরে ভেঙে পড়ছিলো সে নিদারুণ রসিকতায়।
অথচ আমি যে আকাশ তা মেঘ বেমালুম ভুলে গিয়েছিলো।
যে আকাশের অস্তিত্বই অলীক, যার বুক ভরা শুধু অন্ধকার আর শূণ্যতার বসবাস-
সে আকাশকে উর্বরা জমিন ভেবে ভালোবাসার প্লাবনে ভাসিয়েছে মেঘ।
জমিন সিক্ত হলো ভাবনাতীত মেঘের আলিঙ্গনে।
ভালোবেসে প্রেমের শিৎকার করেছিলো কাদামাটির করতালে।
আমি আকাশ দূর নক্ষত্র বুকে নিয়ে ভাবি এ কেমন ভ্রমের প্রেম!
জমিন একবারও বলল না আমি আকাশ নই।
মেঘ ভালোবাসার মোহে অন্ধ হয়ে নিজেকে সমর্পণ করেছিল অচেনা এক প্রতারকের বুকে!
অথচ আমিও ভালোবেসেছিলাম!