রবির আলো গায়ে মেখে,
গর্ব হাসি চাঁদের মুখে।
রাত হলে তার কদর বাড়ে।
অমা থাকে অন্ধকারে।

অনেক জীবন এমনতরো,
নিজেই ভাবে নিজেই বড়।
থাকতে পেলে সমাদরে,
পা পড়ে না অহঙ্কারে।

সমাজ তাকে মাথায় তোলে,
সুযোগ্য যায় অথৈ জলে।