ডায়েরির ছেঁড়া পাতায়
পেন্সিলের হিজিবিজি।
এরই নাম নাকি কবিতা।
পাশে ঢাকা দেওয়া ঠান্ডা ভাত,
আলুসেদ্ধ আর ডাল।
রংচটা দেওয়ালে কাত করে
টাঙানো ময়লা ছেঁড়া জামা।
ঘর ভর্তি কেরোসিন
স্টোভের গন্ধ....
এরই মাঝে আমার প্রেরণা
কবিতাকে ডাকার।
কবিতা হাসে,
ভাবে কি পরিণতি তার।
ছা'পোষা মানুষের
সজনে ডাঁটার সঙ্গে
রজনীগন্ধার মেশামিশি।
কবিতা, তবুও আমি
তোমাকে ডাকব, ভালোবাসব।
আমি যে পেয়েছি
এক প্রেরণা।