পূর্ণ ইন্দু,রাতের বন্ধু,
পথের নিশান অন্ধকারে ।

শিশির বিন্দু,নয় সে বন্ধু,
তবুও ভেজায়  পৃথ্বীরে ।

অথৈ সিন্ধু আলোর বিন্দু
প্রমোদিল বাতিঘরে!

অখিল বন্ধু নির্মলেন্দু
মনেতে বাস প্রেমঘোরে!!