তুই ব্যঙ্গমা, আমি ব্যঙ্গমী,
       গাছের ডালে বসে,
ভর দুপুরে কিংবা রাতে
        ঝগড়া করি কষে।
পড়শিরা সব উঁকি মারে,
      ভাবে, কোত্থেকে সব জোটে?
এদের মুখে দেয়নি কি কেউ
      একটুও মধু মোটে!
তবু আমরা থাকি বসে
        গায়ে গা ঘেঁষে।
দেখি বিশ্বের যত অনাচার
       যখন থাকি খোশে।


**খোশে অর্থাৎ খুশিতে বা খোশমেজাজে।