পাহাড় ভাঙার শব্দ
কাঁপায় সমতল!
শুনতে পাচ্ছ?
আসমুদ্র হিমাচল,
ভারতবর্ষ!
কত আগুন চাই
তোমার শুদ্ধির।


বন্য তিস্তার উদ্দাম
জলেও বুকের আগুন
নেভেনি প্রেয়সীর।
শৃঙ্খলে প্রতিবাদী শৈশব।
কেন? কেন?


জ্বলছে পিতৃহীন
নবজাতকের
কবজ কুণ্ডলী। ধিক!
ন্যুব্জদেহী ভারতমাতা
ক্লান্ত তোমার হাত!
তুমি কি তবু
নির্বিকার?