ঊষর মরুভূমি মরীচিকায় মরুকন্যা,
জলতরঙ্গ সুর ছুঁয়ে চলে গেল বেদুইন।
তৃষ্ণার জল-কলস পিঠে বয়ে বেড়ায়,
সারিবব্ধ উট, গলা তুলেও চির বোবা।


মরুকন্যা!  মাথায় রঙিন কলস সাজাও,
দীর্ঘ পথের শেষে শুধুই জলের  সন্ধান!
কোনো মূল্যই নেই নদীর আর সাগরের,
যতই হৃদয় তাদের মোহনায় একাকার।


এমনকি সুউচ্চ পর্বত কন্যার আঁখিও,
বরফ-জল ধারায় যাই ভিজুক না কেন ।
মরুকন্যার শুষ্ক হৃদয়ে কিবা তার দাম?
দেখেনি তার তন্বী হৃদি রূপে  কোন স্বাদ।


তবু বাঁচে বুকে নিয়ে এক তপ্ত হাহাকার,
অপেক্ষাহীন জীবনভূমে আশা কলরব।
বালুঝড় বিঁধে আঁখিতে, যে রক্ত ক্ষরণ,
মরীচিকা স্বপ্ন তৃষ্ণা গড়ে বালিয়াড়ি ঘর!