রাত বিরেতে শক্ত হাতে, তোর মনটা করি চুরি।
বন্দি করি নিন্দে ছেড়ে, আমার হৃদয় ভরি।
খুঁজতে খুঁজতে ঠিক তো এলি
পেরিয়ে অনেক গলি!
এদিক সেদিক ঘুরে মরে, বল্ না কি সুখ পেলি?
ডোর দিয়ে তোর মন বেঁধেছি,
ছাড়ি কেমন করে?
দুটো পাখি থাক্ না খাঁচায়, মনটা মনে জুড়ে।
অনেক আছে আমার কাছে খাদ্য দানাপানি।
তোর '' মন "ঠিক থাকবে সুখে, পাবে মুক্ত মণি।
'বন্দি' তবু বন্দি তো নয়, এ যে সোহাগ বাঁধন।
ওরে পাগল, বুঝলি না তো, কেবলই হারালি মন।