পুরোনো বৈঠকখানায় ঠাসা
অভিমানী কত কথা...
পাকানো পৈত্রিক বটের ঝুরিতে
যত অভিজ্ঞতার বাস।
সাবেকি কাঠের আলমারিও
বৈভব নিয়ে কাঙাল...

সাজানো সকালের
এক কাপ চায়ে তৃপ্তির ঢেঁকুর!
সবই যেন আমার
মনের একান্ত অন্দরমহল!

গুমোট তবু গুমোর নেই __
কালবৈশাখী এলে
ঝড়ে ওলোট পালোট হয়ে যায়
সেন্টার টেবিলে রাখা
আধা লেখা কাগুজে গল্প গাছা!
আমি হাঁফ ছেড়ে বাঁচি!

চলে যাই বৈতরণী তীরে।
লাঠি ভাসিয়ে দিই জলে __
বৈভব পড়ে থাকে কাঙাল হয়ে।
পারানির কড়ি ফেলে এসেছি।

কুয়াশায় কাকে যেন দেখি __
হেঁটে চলে যায়...
ঝাপসা হয়ে যায় সব কিছু!
কে যায়???