তুমি এসেছিলে কেড়ে নিতে,
জীবন-গদ্যের একটু সময়।
তুমি এসেছিলে ভুলিয়ে দিতে
আমার বিবর্ণ অতীত।
                          __কালান্তক।


তোমার ঘন ঘোর কাজল রূপে
আবডালে খোঁজ বৃষ্টি তৃষ্ণার।
তোমাকে কি আমি ভালবেসেছি
স্নিগ্ধ সাগর সিনানে।  
                        __এলোকেশী।


ঝড়ের আবেগে উড়ন্ত চুল
গুছিয়ে নিতে, কাছে এসেছিলে।
হাসি মুখ দেখার আকুলতা,
ছুটে আসা নদীর জোয়ারে।
                        __সাগর সঙ্গম।


ক্লান্ত দিনের অপেক্ষা, কর্ণ কুহর
ভরে দিতে হারানো সুর।
চঞ্চল মন কান পেতে তাই
আবেশে হারিয়ে দূর বহু দূর।
                          __জাগরণ।


তুমি এসেছিলে ক্ষণিক,
অঝোরে ঝরতে নিয়ে অদৃশ্য পরশ।
ঝর্নার ধারাপাত!!!
কাঠফাটা জীবনে সজীব সঙ্গোপনে।
                                 __তৃপ্ত।


এইটুকু পাওয়া কেন দিলে তবে
যাবে যদি চলে অনন্ত কাজলে!
অবসর শুধু তোমাকে ডাকে।
সেই কি পূর্ণতার পারাবার?
                               __বানপ্রস্থ ।


নিয়ে চলে গেলে সেই সুখপাখি,
নিভে গেল দীপ তোমার হাতের।
শেষ করে দিলে কঠিন হৃদয়ের
ক্ষণিকের খেলা অন্ধকারে একা।
                             __অনিকেত।