স্পষ্ট দেখলাম, তুমি শয়ন শিয়রে...
বালিশটা সরিয়ে দিলে,
তুলে নিলে নিজের কোলে মাথা,
মুখে দিলে আলতো হাতের ছোঁয়া।
হারিয়ে যাচ্ছি...ভেসেই চলেছি ...
কিন্তু কোথায়!


যে চোখে আমার ঘুম আসে না কখনো।
কত রাত জেগে খুঁজে বেড়াই কিছু।
আজ তুমি এসে,  
দু চোখের পাতায়় আঁকলে সোহাগ চুম্বন।
আবেশে আমার চোখে ঘুম নেমে এলো,
স্বপ্ন-পরী মন জুড়িয়ে ঘুম....


ভোরের প্রথম সূর্যের আলো,
এসে যখন শরীর ছুঁল বিছানায়,
আমার ঘুম ভেঙ্গে গেল।
হাতড়ে বেড়ালাম, তুমি কই..কোথায় ...
কোথাও খুঁজে পেলাম না।
তুমি কি হারিয়ে গেলে তবে -
আমায় শূন্য করে !
কেন এসেছিলে বলো...কেন ...
এটা কি স্বপ্ন?


বালিশটায় হাত বোলাই,
দেখি,
ক'ফোঁটা চোখের জল,
আপন দাগ শুকিয়ে,
কার চিহ্ন যেন এঁকে রেখে গেছে।
আমি কি তাকে চিনি ...
সে কি আমায় চেনে ...
জানি না ...জানি না তো....!