তুমি আছো অনুভবে,
যেমন ছিলে বরাবর...
তবু মনে হয়, যদি ফিরে আসো,
নতুন করে নব রবি কিরণে...
অসহায় সমাজের পাশে।

তোমাকে সামনে রেখে আজ যুদ্ধ।
তোমার রডোডেন্ড্রন গুচ্ছে আজ বারুদের গন্ধ।
অমিত-প্রেম হারিয়ে গেছে।
তোমার রক্তকরবী আজ সত্যিই রক্তাক্ত।

একবার ফিরে এসো কবি।
ওঠাও বলিষ্ঠ কলম,
জ্বলে ওঠো মননে মননে।

মসিতে স্তব্ধ হোক অসি...

বাঁচাও তোমার সোনার তরী,
আগুন নদীর গ্রাস থেকে।