হাত ঘুরোলেই যা মোয়া!!
পিঠ ফিরলে তাই ই ধোঁয়া।

ভ্যাকসিনেরও পায়াভারি!
হাতে আসতে তাই দেরী!!

নাহয় যদি কালোবাজারি!
সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি।

কাটিয়ে করোনার হাওয়া,
ফুরাবে কি এ পথচাওয়া?