অনেক বসন্ত চলে গেছে।
ঝরে গেছে কত আশা,
কালবৈশাখী সাথে।
ধৈর্যের পরীক্ষা নাও শুধু,
নিজেকে শেষ কর চোখ বুজে।


একটানা কুহুরবে কেঁদে চলি
বন থেকে বনান্তরে।
তুমি হাসি খোঁজো হৃদয় খুঁড়ে।
ক্ষত বিক্ষত আলপনা আঁকো,
কান পেতে শোনো যন্ত্রণার কলি।


আমার উৎকণ্ঠা,
ভালবাসার নামান্তর
নির্লোভ, স্বর্গীয় প্রেম
যা চাও, সব নিয়ে নাও।
একা রই সবুজ হৃদয়ে।
প্রেয়সী আমার,
কুহুরবে খুঁজি তোমার অন্তর।