আমি বাঁচতে চেয়েছিলাম,
আর পাঁচটা মানুষের মতো নয়।
হয়ত আমার স্বপ্নগুলো
স্বর্গীয় নয়,
পার্থিবও নয়।
আমার স্বপ্নগুলো পদাঘাতে
অশ্রু হয়ে ঝরে পড়ে।
আমার গলায় কালো রুমালের ফাঁস।
আমি কাঁদতে পারি না.....
আসলে আমার কাঁদার জায়গা নেই।
আমার জন্য আকাশে জায়গা নেই,
মাটিতে জায়গা নেই।


আমি এখানে ওখানে ঘুরে বেড়াই
ইতস্ততঃ।
আমার চারপাশে অসংখ্য
সংকর মাছের চাবুক।
প্রচণ্ড গতিতে দুলছে।
আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত।
রক্ত ঝরছে,
গাঢ় লাল রক্ত, জমাট বাঁধছে।
আমার স্নায়ুগুলো কেমন
অবশ হয়ে আসছে।
আমার বাঁচার কোনো স্পৃহা নেই।
মরারও না।
তবু আমি আছি, আমি থাকবো।
এবং এভাবেই।