বৃষ্টি এলো...
ভিজলো চোখের পাতা।
এই তো পরশ তোমার,
আমার পত্রলেখা।


নদীর সঙ্গে তোমার
মিলন যখন...
কূল ছাপানো নদীর
সবুজ বরন।
মুগ্ধ তখন আমি।
নদীর বুঝি হিংসে হলো তাতে,
আমি কেন বৃষ্টি ভালবাসি!


নদী আমায় ভালবাসা দিল,
কখন সঙ্গোপনে।
নদী বলল, তোমার ঘরে যাব,
কি করে রুখবে আমায়,
দেখি?
আমি তোমায় বড্ড
ভালবাসি।


নদীর ভালবাসা!
সে যে ভীষণ সর্বনাশা!
এখন আমার ঘরের মধ্যে
নদী।
নদীর বুকে ভাসছি
আমি এখন।
নদীর বানে ভাসল আমার ঘর।