পৃথিবীতে স্থানাভাব হাত ধরে চলার।
জ্যামেতে আবডাল, প্রেম-কথা বলার।
প্রেমিকের মনে দুখ, কোথা বাঁধি ঘর?
চলো না উড়ি চাঁদে, প্রিয়ার আবদার।
তবে কথা একটাই, যত খুশি নাচো,
মুনে গিয়ে হনিমুন! নৈবচ নৈবচ।


হয়রান যুগলেই, নেট ঘেঁটে শেষে,
স্পট পেয়ে, হাতে চাঁদ! ছায়াপথে এসে।
আহ্লাদে দুইজন, মনে ভাঙে খুশি-বাঁধ।
বিয়ে হোক বা না হোক, ছায়াপথে মধুচাঁদ।