চার অনু

১)ডুব সাঁতার

যে কথাটা শুনবে বলে
হাতড়ে খোঁজো অগাধ জলে ;
সেই কথাটা বুক অতলে
লুকোচুরি কেবলই খেলে...

২)ছড়ানন্দ

টুকটাক ছন্দে লিখি ভালমন্দে,
কাব্য নেই গন্ধে!!
কেউ বুঝে , আহা আহা বললে
দুখে ভাসি ধন্ধে!

৩)দর্শন

চোখের আলোয় অন্তর দেখো
দিনের আলোয় মুখ!
মনের আলোয় জীবন চেনো
স্মৃতির আলোয় সুখ!

৪)তাল বেতাল

সন্তর্পণে ফেললে পা
পড়বে না তো পিছলে...
চোখে দেখবে অন্ধকার
বেহিসাবি চললে।