পৃথিবী আজ মৃত্যুশয্যায়।
ডাক্তারের নিদান__
তৈরি হও, আত্মীয় যত,
বিদায় বেলায় সঙ্গী হতে হবে।


ছায়া ঘনায়
তামাম দুনিয়ার চোখে,
শেষ করে নিতে হবে
যার যত কাজ বাকি।
না হলে যে পরিপূর্ণতায়
ফাঁকি।


তবু কেউ বলে.....
থাক্ না সব পড়ে।
কি হবে আর জীবন সার্থকতায়?
কি হবে আর মিথ্যে মায়া?
ভালোই হবে তবে,
একসাথে ঝাঁপ দিলে
কৃষ্ণগহ্বরে।


এমন এক দিনে...
হকিং বলল এসে_
স্বপ্ন যারা দেখতে ভালোবাসো,
বাঁচাতে যারা চাও নতুন করে
চলো যাই
অন্য পৃথিবীতে।


তুমি এলে শুকনো মুখে
আমার বিজন ঘরে
হাতটি রেখে
আমার রিক্ত হাতে।
বললে__
যাবে মিতা,
অন্য পৃথিবীতে?
দুজনেতে বাঁধব নতুন ঘর,
নতুন সুরে বাইবো
জীবন তরি!


সেইখানেতে
বাঁধনহারা হয়ে জীবন কাব্য
লিখব একসাথে।
স্বর্গ রচনা করব
প্রণয় পথে,নতুন পৃথিবীতে।