কখনো তুমি নীল,
কখনো পান্না সবুজ,
আবার কখনো নিকষ কালো।
রং বদলের খেলা চলে
দিবানিশি।
বারবার তাই ছুটে আসি...


তোমার ঐ রূপের টান....
কি অমোঘ আকর্ষণ!
মন ডুবুরি ডুব দ্যায় তাই
মুক্তো খোঁজার ছলে,
তোমার মনের অন্তরালে।
তোমার বুকের পাগল ঢেউ
দৌড়ে এসে আমায়
যখন ভেজায়...
আমি তখন পাগল
তোমার প্রেমে!
তীরে এসে ফিরে যাওয়ার
কালে তোমার
নীরব গুটিয়ে নেওয়া...
নিঃস্ব করে বুক।
তবু অপূর্ণতাই পূর্ণ করে
তোমার জলোচ্ছ্বাস।
তোমার পাগল আলিঙ্গনে
মুক্তি খোঁজে
আমার সবুজ বিশ্বাস।