আজকাল তীব্র রাত্রীকে শুইয়ে রাখি সকালেই
তার অস্পষ্ট স্মৃতিরা মিশে যায় জলে,
যাবৎ স্মৃতিরা যেখানে থাকে।
তাই হয়তো জলের রং এত গাঢ়;
সেই জল আঙ্গুলের মেরুদন্ড বেয়ে উঠে যায় মগজে,
স্মৃতিতে বাড়ে কোলাহল।
পুলিশ, সাইরেন, হুইসেল, চিৎকার, টিয়ার গ্যাস-
মগজের গলিতে আজ কারফিউ!
গলির ও মাথায় যেখানে পোঁতা আছে কালের শেষ খুঁটিটা,
দৌড়ে পেরিয়ে গেলেই সব অতীত,
ভবিষ্যতের স্বপ্ন শেষ!