‘পেয়েছি সুন্দরী জুটি, ও ম্যাগনোলিয়া  
লাগাব তোমার পাশে খাঁখাঁ উঠানেতে
সঙ্গিনীকে পেয়ে জানি র'বে তুমি মেতে’
শুনেই ঝিলিক চোখে নেচে ওঠে হিয়া।
‘বল তো এনেছি কাকে পাহাড় মথিয়া
এতদিন ছিলে একা চেয়েছিলে পেতে
কাটিবে সময় ভালো দিবসে ও রেতে
ও আমার প্রিয়তমা, সখী ক্যামেলিয়া।’


আমিও রহিব সুখে রূপশোভা দেখে
বিহঙ্গ আসিবে কত করিবে আদর
ভরে যাবে কাকলিতে আমার অঙ্গন।
খোঁপাতে লাগিয়ে দিলে গ্রীবা যাবে বেঁকে
বেরোবে মধুর হাসি পুষ্পিত অধর
মিশে যাবে একসাথে দুটি তনু মন।