সুখের জীবন ছেড়ে ভাসিয়েছি ভেলা
সহস্র যোজন দূরে, যাযাবর মন
পেয়েছে মুক্তির স্বাদ অরণ্য নির্জন
ক্ষীণকটি তটিনীর একী লীলাখেলা
চলে আপন খেয়ালে, কেটে যায় বেলা
তরঙ্গের তালে তালে, নিঃসঙ্গ জীবন
অন্তরাল সুমহান, প্রেম চিরন্তন
প্রাত্যহিক জীবনের নেই হেলাফেলা।  


বাঁধনবিহীন তবু অচ্ছেদ্য বন্ধন
চিত্ত হ’তে উৎসারিত কত ফুলঝুরি
পৌঁছে দেয় অন্তঃপুরে, তোমার ভুবনে।
জানি না হবে কী সব কর্ম সমাপন
সময় ফুরায়ে যায়, কে যে করে চুরি
তোমার মঞ্জীর বাজে, কিঙ্কিণি কঙ্কণে।