শিবের গাজন          ভক্ত নাচন
           খুশির হাওয়া বয়
বিকেল হলে        জোরসে বলে
         ভোলেবাবার জয়।


নতুন পোশাক    থাক বা না থাক
          আনন্দে নেই ভাটা
পাগলপারা              বাঁধনহারা
        একদম ভো-কাটা।


ঢাকের বোলে      কোমর দোলে
          হারায় শিশুমন
বকম বকম          হরেক রকম
         শৈশবেরই ধন।


চৈত্র শেষে               বঙ্গদেশে
         চড়ক ঘোরে কত
আসছে সুদিন      প্রাতেই নবীন
          বোশেখ সমাগত।


রঙিন আশা            এ প্রত্যাশা
          নববর্ষের কাছে
ফুটবে কলি           জুটবে অলি
        কাননে ফুল গাছে।