মননে বিরাজে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল
বাংলামায়ের অরূপরতন সুগন্ধি দুই ফুল।
সূর্য যখন উঁকি মারে প্রাতে আঁধার লুকায় মুখ
বিশ্বকবিও সদা জাগ্রত বিলায় অপার সুখ।


হিল্লোল তোলে শিরায় শিরায় দুখুর কবিতা গান
লোহার শক্ত পরিখা তখন ভেঙে হয় খানখান।
দুর্জয় বীর উন্নত শির শানিত লেখনী তাঁর
কেঁপে ওঠে রাজসিংহাসনও রক্ষা পাবে না আর।


পথহারা পায় পথের নিশানা জোগায় কবিতা গান
দুর্গম গিরি ঘন অরণ্যে, সাগরে ঝড় তুফান।
দেবতা কোথায়! মন্দিরে নাই, জীবের হৃদয়ে বাস
যে সব মানুষ খাটে রাতদিন ঝড়জলে বারোমাস।


জীবনের চেয়ে পরম সত্য আর তো কিছুই নাই
সকলের তরে সকলে আমরা এই বোধ থাকা চাই।
সাম্যবাদের অমোঘ বার্তা দুজনেই দিয়েছেন
রেষারেষি ভুলে সহাবস্থান তাই ওরা চেয়েছেন।


শান্তির দূত শ্বেত পারাবত কবি রবি নজরুল
উজ্জ্বলতার প্রতীক দুজন, অকূলেও মেলে কূল।
রাখি যদি সদা মননে স্মরণে মুছে যাবে বিদ্বেষ
বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন পাবে আমাদের দেশ।