জীবন-তরি এগিয়ে চলে
মন বড় চঞ্চল
ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে
ঈশ্বরই দেন বল।

কাজের এত চাপের মাঝেও
রেওয়াজ সারি ভোরে
তুচ্ছ করি সকল বাধা
সবই মনের জোরে।

মায়ের মুখ বাবার মুখ
সদাই পড়ে মনে
আর মাত্র ছ'দিন পরে
মিলব ওদের সনে।

এয়ারপোর্টে এসেছে আজ
মায়ের সাথে মামা
সিড়ির মুখে দাঁড়িয়ে আছি
এবার হবে নামা।

বাইরে যেতেই জড়িয়ে ধরে
প্রণাম করি আমি
শুধাই আমি ঘরের কথা
কেমন আছে ঠামি।