সাম্প্রদায়িক সম্প্রীতি রাখুন বজায়
কতবার কত মুখে হলো উচ্চারিত
তবু দেখি চিড় ধরে সংযম হারায়
দানা বাঁধে অসন্তোষ, ক্রোধাগ্নিতে ভীত।
ধৈর্যচ্যুতি মহাব্যাধি, অহরহ ঘটে
এতখানি অসহিষ্ণু না হলে কি নয়!
নিজেরে শুধাই আমি, কেন যাই চটে
জল-স্থল-নভঃ তবে কে করিবে জয়।


জগতে মানুষ শ্রেষ্ঠ; না মু্সলমান
না হিন্দু-খ্রিস্টান-জৈন, নয় বিভাজন
একমাত্র পরিচয় কেবল মানুষ।
সুস্থিতি বজায় রাখে অন্তরের টান
বিবিধের মাঝে চাই মহান মিলন
উচ্চশির এভারেস্ট মানুষের হুঁশ।