সমন্বয় ও সম্প্রীতি
অজিত কুমার কর


হয়নি তখন ভোর
পাখির ডাকই ঘুম ভাঙাল কাটল ঘুমঘোর।
আঁধার যদি না সরে যায় হয় না প্রাতঃকাল
তাইতো এখন হল না আর পুবের আকাশ লাল।


বুক ভরে নিই শ্বাস
বারান্দাতে লাগছে গায়ে ফুরফুরে বাতাস।
একটি বছর পূর্ণ হতেই পুরনো সাল শেষ
প্রভাতেবেলায় অরুণকিরণ আরামপ্রদ বেশ।


নতুন এল এই
এখন সময় নষ্ট করার সময় আমার নেই।
গড়তে হবে সাহচর্যে সুসম্প্রীতির ভিত
তিক্ততাকে ঠাঁই দিয়ো না ভুলে যাও অতীত।


মধুপ শোনায় গান
সমস্ত সুর মিলে গেলে তবেই ঐকতান।
আলো ছড়ায় যেমন করে স্ফটিক কোহিনুর
জেগে উঠুক চিত্তে সবার সমন্বয়ের সুর।


আমরা আগন্তুক
কদিনের এই খেলাঘরে বিলিয়ে দেব সুখ।
এ ব্যাপারে আমরা সবাই হলেই আন্তরিক
বিড়ম্বনা ঝেড়ে ফেলে সফল হব ঠিক।


© অজিত কুমার কর