ফাগের পরশ লাগে পলাশ শিমুলে
ফাগুন রঙিন বেশে হাজির এবার
কোকিলের কুহু তানে নিদ্রা ভাঙে তাঁর
বিমোহিত হয়ে যায় বাতায়ন খুলে।
কাননে পলাশ গাছ ভরে গেছে ফুলে
এসেছে লগন ওরে সময় সাজার
দর্পনে নিজেকে দেখে সখী বারংবার
বাসন্তী বসনে ধনি ওঠে দুলে দুলে।


মাতিবে সকলে আজি রঙের খেলায়
ঋতুরাজ বসন্তের অপার মহিমা
প্রাণের উল্লাসে ভাসে মানিবে না সীমা
হৃদয়ে হৃদয় মেশে মিলনমেলায়।
চোখে মুখে ফুটে ওঠে সে কী অরুণিমা!
আবিরের শত ছোপে অপূর্ব ভঙ্গিমা।