সেদিন ঝড়ের রাতে নিভে গেল বাতি
ভেঙে চূর্ণ দীপদানি ঘূর্ণির মাতনে
ওলট-পালট সব শঙ্কা জাগে মনে
তোমার আসনখানি রাখি রোজ পাতি।
উড়ে গেছে সমীরণে অন্ধকার সাথি
বিজুরি ধমক দেয় প্রতি ক্ষণে ক্ষণে
কার এই রুদ্ররূপ নিশীথে নির্জনে
জাগরণে কাটে কাল পোহাইল রাতি।


এ কি স্বপ্ন নাকি সত্য এমন ঘটনা
তোমার তান্ডব লীলা! আমি হতবাক
কত গাছ ডালপালা ভেঙে একাকার।
সর্বত্র ছড়িয়ে আছে নূপুরের কণা
নীড়হারা পাখিদের বেদনার ডাক
পড়েছে অঙ্গনে তবে চরণ তোমার।