প্রত্যহ নবীন প্রাতে জানাই প্রণাম
কবীন্দ্র রবীন্দ্রনাথে নতশির হয়ে
গৌরবে গৌরবান্বিত তাঁর পরিচয়ে
বঙ্গভূমি জোড়াসাঁকো আজ তীর্থস্থান।
অরুণকিরণসুধা যেমন অম্লান
তেমনি রবির দ্যুতি গেছে আজো রয়ে
সুরভি ছড়ায় প্রাণে, বার্তা আনে বয়ে
অগ্রগমনের বাধা সবেগে প্রস্থান।


নোবেলপ্রাপ্তিতে এলো বিশ্বের স্বীকৃতি
নাটক কবিতা গান অমূল্য সম্পদ
কী নেই ঝুলিতে তাঁর, গল্প উপন্যাস
মণিময় অত্যুজ্জ্বল আজো যথারীতি
গীতির মোহিনী সুর কাটায় বিপদ
অকূলেও কূল মেলে নিত্য বারোমাস।