কালো ওড়না আড়াল দিয়ে
ঢাকলে আমার মুখ
মেঘবলাকা বল এবার
এতেই কি পাও সুখ।

ওড়নাটিকে সরিয়ে নিলে
হাসে ধরার লোক
বিরস মনে রবে না কেউ
ভুলবে যত শোক।

ভয়ে থাকে ধরার মানুষ
ডুববে বুঝি ঘর
বন্ধ কর এমন খেলা
দেখাও কেন ডর।

দেখছো না কি সবুজ মাঠে
গাছ হয়েছে গোল
উমা আসার সময় হল
ভরাতে মার কোল।

কাশের বনে পেঁজা তুলোর
কেমন ছড়াছড়ি
ঢাকের পিঠে পড়বে কাঠি
চলছে ছুটে ঘড়ি ।

নানা রঙের জামাকাপড়
পরবে ওরা গায়
তোমার থেকে একটুখানি
রেহাই পেতে চায়।

বছর ধরে মুখিয়ে থাকে
গাঁ-শহরের  লোক
তাইতো বলি নিষ্কৃতি দাও
দিয়ো না আর শোক।

দুরের থেকে দেখতে পাবে
সবার মুখে হাসি
ঝাঁপি এবার বন্ধ কর
ওগো জলদ মাসি।