তোমার কাজ সাতসকালে গুড মর্নিং বলা
তোমার কাজ ক্ষণেক পরে বকুল গাছের তলা।
তোমার কাজ বারান্দাতে এদিক-ওদিক হাঁটা
তোমার কাজ কলম দিয়ে হিজিবিজি দাগ কাটা।
ওসব কাজের ফাঁকে ফাঁকে দিদার আঁচল ধরা
তোমার কোনও বিরাম নেই উচ্ছ্লতায় ভরা।


আমি তোমার খেলার সাথি চিরদিনের মিতা
ভাবনাগুলো জড়িয়ে যেন পাক লাগানো ফিতা।
আমার কাজ তোমায় নিয়ে মজার ছড়া লেখা
অবাক-চোখে পড়বে তুমি সাগরপারে একা।
রুনুঝুনু পায়ের নূপুর কানে আমার বাজে
বিভোর হয়ে মগ্ন থাকি সারাদিনের কাজে।
উত্তরণের সিড়ি বেয়ে উঠবে অনায়াসে
পাবে দেখা আপনজনের রইবে সদা পাশে।
ফুটবে কুঁড়ি উড়বে অলি নবীন বসন্তে
পূর্ণিমা চাঁদ আলো দেবে মনের দিগন্তে।
সকল কাজ তোমায় ঘিরে বানাই আমি তাজ
কুসুম কলি রং বিলোবে সরিয়ে দেবে লাজ।
আমার মন উঠবে ভরে পরিপূর্ণতায়
অনুভূতির এ সব কথা অলি গুনগুনায়।
কলম নিয়ে ভরাই খাতা যতটুকুই পারি
ভিজিয়ে দেবে হৃদয় খানি এক পশলা বারি।
পথ চলতে লাগবে যখন ঘাড় বাঁকানো লাঠি
বাড়িয়ে দিয়ো হাতটি শুধু ওটাই জিয়নকাঠি।