সিলেবাস মানেই তো ইসকুল কলেজ না হয়
বিশ্ব্ববিদ্যালয়ের পাঠ্যসূচি। কতটুকুই বা থাকে তাতে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা দুমুঠো অন্ন জোগান দেয়,
যারা কলকারখানায় গলদঘর্ম হয়ে নিত্য ব্যবহার্য দ্রব্যের
চাহিদা মেটায়, যারা ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে
জীবনের ঝুঁকি নিয়ে সাগর থেকে রূপালি ফসল
পাতে এনে দেয়, তাদের কথা কে ভাবে?
এ গুলো সিলেবাসে নেই।
কারো কাছে জবাবদিহি করার তাগিদও নেই।
তবুও ওরা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে
নিজ নিজ কাজ সম্পন্ন করে বলেই বহাল তবিয়তে বাঁচি।
ওদের জীবনে কি আছে?
না আছে 'তারা' তকমা না আছে সোনালি চাকতি।
তবুও নিষ্ঠার কোনও খামতি নেই।