অনন্ত সাগরবুকে
রবি দেয় ডুব,
ঊষার আভাসে রাঙা হয় পুব। ১


দিঘিজল ছলকায়
যেই পড়ে ঢিল,
করাঘাতে খোলে না খিল। ২


কোথাও না পড়ে মন
হই অস্থির,
ভালোবাসি পর্ণকুটির। ৩


মরুবুকে দিশাহারা
তৃষাতুর পাখি,
নীর বিনে বোজে আঁখি। ৪


অসীম ব্রহ্মাণ্ডের
ছেদহীন গতি,
সাধ্য কার ফেলে পূর্ণ যতি। ৫


পর্দানশিন রত্নরাজি
হদিস পাওয়া কঠিন,
নাছোড় হয়ে খোঁজ নিশিদিন। ৬


চোখজুড়োনো  রূপরাশি
জলের অন্তরালে,
ক্ষয় নেই কোনওকালে। ৭


ধেয়ে এল ঝড়
ফুত্কারে ওড়ে ঘরবাড়ি
যেন কুটোখড়। ৮


স্থান হবে না ভবে
বাড়িও দুহাত
বাঁধন টুটবে যবে। ৯


অসীম অনন্তলোকে
দিতে হবে পাড়ি
পার্থিব সবকিছু ছাড়ি। ১০