ময়লা ভেসে যায়
প্রবাহের টানে,
জমে ফের এখানে ওখানে। ১


কুজঝটিকার উড়লো চাদর
নবীন কিরণ স্পর্শে,
মাতল ভুব্ন হর্ষে। ২


না বলা কথার ঝুলি
ধীরে ধীরে ভরে,
ব্যাকুলতা কুহরে। ৩


আরও চাই চাঁদমামা
দাও আলো ঢেলে,
জোনাকির আলো কতটুকু মেলে। ৪


ঘুমিও না
নিশি হবে ভোর,
যাবে ছিঁড়ে মায়াডোর। ৫


ভাবনার কুঁড়িগুলো
আঁখি মেলে চায়,
রামধনু মনবাগিচায়। ৬


তরু হতে ঝরাপাতা
পড়ে ধরাতলে,
নির্দ্বিধায় মাড়িয়ে চলে। ৭


অব্যক্ত ব্যক্ত হয়
প্রকৃতির কোলে,
চুম্বন এঁকে দেয় গালে। ৮


তরি বেয়ে যায়
উপোষী ঘরে
ওরা নিরুপায়। ৯


গহিন অরণ্যমাঝে
ধ্যানমগ্ন তরু,
অবিচল বাজলে ডমরু। ১০