শিশুরা উঠুক বেড়ে স্বাভাবিকভাবে
জীবনের মধু-ক্ষণ ওদের শৈশব
উন্মুক্ত প্রান্তরে ওরা ফোটাক বৈভব
অযথা দিয়ো না চাপ ওরা খাবি খাবে।
দরদি দরাজ হ’লে সুরভি ছড়াবে
শিশু-মন খোঁজে ফাঁক পড়াই কী সব!
অন্তরে মুকুতা রাখে জননী অর্ণব
নীরজ দীপা-কে তবে ধরণি হারাবে।


প্রতিযোগিতার চাপে শিশু হাঁসফাঁস
ধমক শাসানি শুধু কোথায় সোহাগ!
কেউ কি কখনো বলে, যাও খেলে এসো।
কুসুম আপনি ফোটে দোলায় বাতাস
চারাগাছ হয় বৃক্ষ রহিলে সজাগ
নিজের সময় দিয়ে ভালোবেসে মেশো।