বরষা ভরসা দিল দাবদাহ শেষ
দীর্ঘ প্রতীক্ষার আজ হলো অবসান
আহ্লাদে আকুল প্রাণ দাদুরের গান
উদ্ভিদের সঞ্জীবন স্বস্তি পেল দেশ।
আকাশ কাজল-কালো যেন মুক্ত কেশ
আনন্দে বিহ্বল শিখী ভোলে অভিমান
অনুপম নৃত্যকলা বিধাতার দান
ঝিরিঝিরি বারিধারা স্নিগ্ধ পরিবেশ।


শীতলতা এনে দিল কর্মযজ্ঞে গতি
কৃষক লাঙল কাঁধে বলদের পিছে
বেরোয় মাঠের পানে হরষিত চিতে।
চঞ্চলতা জাগে মনে প্রেয়সীর অতি
বিচ্যুত অঞ্চলপ্রান্ত লুটাইছে নীচে
ঠমকি ঠমকি চলে গাগরি ভরিতে।